ভারোত্তোলক মীরাবাই চানু গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন। ইম্ফলের মেয়ে মীরাবাই চানু ২১তম কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বিভাগে তৃতীয় বারের প্রচেষ্টায় স্ন্যাচে ৮৬ কেজি ওজন তোলেন। এ দিন ৪৮ কেজি বিভাগে স্ন্যাচে রেকর্ড করেন চানু। তিনটি প্রচেষ্টায় চানু স্ন্যাচে তোলেন যথাক্রমে ৮০ কেজি, ৮৪ কেজি এবং ৮৬ কেজি ওজন। ক্লিন অ্যান্ড জার্কে ১১০ কেজি ওজন তুলতে সক্ষম হন তিনি। ফলে ব্যক্তিগত ভাবে মোট ১৯৬ কেজি (১১০+৮৬) ওজন তুলে নজির গড়েন তিনি। এর আগে ১৯৪ কেজির রেকর্ড ছিল তাঁর। প্রসঙ্গত, ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ১৯৪ কেজি ওজন তুলে সোনা জিতেছিলেন পদ্মশ্রী এই ভারোত্তোলক। ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের জন্য রুপো আনেন।
এ দিন ৫৬ কেজি বিভাগে পুরুষ ভারোত্তোলন বিভাগে রুপো জেতেন ২৮ বছরের গুরুরাজা। ফলে পয়েন্ট তালিকায় একটি সোনা ও একটি রুপো পেয়ে প্রথম স্থানে ভারত।
ফাইল ছবি
Be the first to comment