বিডিও অফিসে নমিনেশনে বাধাপ্রাপ্ত হলে ইলেকশন কমিশন পঞ্চায়েত অ্যাক্টের সেকশন ৪৬ অ্যাপ্লাই করবে

Spread the love

বিডিও অফিসে নমিনেশনে বাধাপ্রাপ্ত হলে ইলেকশন কমিশন পঞ্চায়েত অ্যাক্টের সেকশন ৪৬ অ্যাপ্লাই করবে। পরিবর্তে এসডিও অফিসে দেওয়া যাবে। জানালেন জয়েন্ট সেক্রেটারি শান্তনু মুখার্জী। এখনো পর্যন্ত ৫০টি অভিযোগ পেয়েছে ইলেকশন কমিশন। তিনি বললেন, গতবারের তুলনায় এবারের পরিস্থিতি ভালো।
পঞ্চায়েত নমিনেশন
গ্রাম পঞ্চায়েত
টিএমসি ৫৯০০
বিজেপি ৩৯০০
সিপিআইএম ১৪০০
কংগ্রেস ৫০০
৯২১৭ সিট
পঞ্চায়েত সমিতি
টিএমসি ৯১৬
বিজেপি ৬০০
সিপিআইএম ২৩০
কংগ্রেস ৫৪
ইন্ডিপেন্ডেন্ট ৫০
মোট ১৯০০

জেলা পরিষদ
টিএমসি ২৯
বিজেপি ৪০
সিপিআইএম ১৯
বিজেপি ৮
কংগ্রেস ১৫
অন্যান্য ২৯
এআইএফবি ০১
= ১৪৩
মোট ৮২৫

রিপোর্টার – নবমিতা দাস গড়াই

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*