ব্ল্যাক প্যান্থারের হাত ধরে শাপমুক্তি ঘটতে চলেছে সৌদিবাসীর

Spread the love

সৌদি আরবের রিয়াদে ১৮ এপ্রিল প্রথম সিনেমা দেখার স্বাদ পাবেন সে দেশের মানুষজন। বুধবার সৌদি কর্তৃপক্ষ সূত্রে এ খবর জানা গিয়েছে৷ শুধু তাই নয়, ২০২৩ সালের মধ্যে সরকারিভাবে আরও কয়েক ডজন হল খুলে দেওয়া হবে বলেও খবর পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে, সৌদি আরবে সিনেমা হল খোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এএমসি এন্টারটেইনমেন্ট হোল্ডিংয়ের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ আগামী ৫ বছরে দেশটির ১৫টি শহরে ৪০টি সিনেমা হল বানানো হবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে সৌদি-আরবের ২৫টি শহরের মধ্যে ৫০ থেকে ১০০টি সিনেমা হলে প্রতিষ্ঠা করা হবে।

উল্লেখ্য, সিনেমা হল গুলিতে নারী-পুরুষ একসঙ্গেই সিনেমা দেখতে পারবেন। দেখানো হবে ‘ব্ল্যাক প্যানথার’ সিনেমাটি৷ আগে দেশটিতে কিছু সিনেমা হল ছিল। কিন্তু ধর্মীয় নেতাদের প্রভাবে সেগুলো বন্ধ হয়ে যায়। এর পর থেকে সৌদি আরবে এখনো পর্যন্ত সিনেমা দেখানো নিষিদ্ধ রয়েছে। জানা গিয়েছে, কিং আবদুল্লাহ জেলায় প্রথম সিনেমা হলটি নির্মাণ করা হবে। এটি দেখতে অনেকটা কনসার্ট হলের মতো হবে। হলে ৫০০টি আসন থাকবে, যা চামড়া দিয়ে তৈরি। এ ছাড়াও থাকবে ব্যালকনি ও সুন্দর বাথরুম। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দেশটিতে ৩৫০টি সিনেমা হল তৈরি করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*