চীনের ওপর আরও ১০০ বিলিয়ন ডলার শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে বিবেচনা করার জন্য তিনি ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রে আমদানিকৃত চীনা পণ্যের ওপর পূর্বে আরোপিত ৫০ বিলিয়ন ডলার শুল্কও বহাল থাকবে। অন্যদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে যে কোন মূল্য দিতে প্রস্তুত তারা। সূত্রের খবর।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘নিজেদের অসদাচরণের প্রতিকার করার পরিবর্তে চীন আমাদের কৃষক ও উৎপাদনকারীদের ক্ষতি করার চেষ্টা করছে।
চীনের সঙ্গে এই অন্যায্য প্রতিশোধমূলক ব্যবস্থার জবাবে আমরা তাদের ওপর আরো ১০০ বিলিয়ন ডলার শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছি।’ ট্রাম্প বলেন, তিনি এখনো আলোচনায় বসতে রাজি। তবে তাদের অবশ্যই মুক্ত, নিরপেক্ষ ও পারস্পরিক সহযোগিতামূলক বাণিজ্যের ইচ্ছা থাকতে হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে যে কোন মূল্য দিতে প্রস্তত বলে জানিয়েছে চীন। শুক্রবার এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে উপেক্ষা করছে আমেরিকা। তারা একরোখা আচরণ করে যাচ্ছে। কিন্তু চীন যে কোন মূল্যে এর শেষ দেখতে চায়। চিন জানিয়েছে ‘আমরা বাণিজ্য যুদ্ধ চাই না, কিন্তু আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে ভয়ও পাই না।’
Be the first to comment