কংগ্রেসের মামলা গ্রহণের পর হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলো হাইকোর্ট

Spread the love

সুষ্ঠ পঞ্চায়েত ভোটের দাবিতে ইতিমধ্যেই কংগ্রেসের মামলা গ্রহণ করেছে হাইকোর্ট৷ আর শুক্রবার মামলা গ্রহণের পরই হলফনামার নির্দেশ দিলো হাইকোর্ট৷ ১৬ এপ্রিলের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি৷ কংগ্রসের মামলায় হলফনামার নির্দেশ দেওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ ভোটের পক্ষেও সওয়াল করেছেন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য৷ তিনি পুলিশদের জানিয়ে দেন, ভোট সুনিশ্চিত, শান্তিপূর্ণ করতে হবে। পাশাপাশি কোনওরকম গন্ডগোল হলেই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা চলেছে৷ সেই কারণেই সুষ্ঠভাবে যাতে পঞ্চায়েত ভোট সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় বাহিনীসহ একাধিক দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে কংগ্রেস৷ অন্যদিকে, এই একই দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বিজেপি৷

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*