আগামীকাল থেকে শুরু একাদশতম আইপিএল

Spread the love

আগামীকাল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর। শনিবার মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে রাত আটটায়। টুর্নামেন্টে ফিরে এসেছে দুবারের চ্যাম্পিয়ান চেন্নাই সুপার কিংস এবং এক বারের চ্যাম্পিয়ান রাজস্থান রয়্যালস। নেই গতবারের রানার্স আপ টিম পুণে সুপারজায়ান্ট এবং গুজরাট লায়নস। তবে এই দুইটি টিম নিয়ে এবারের টুর্নামেন্টে অংশ নেবে মোট আটটি দল। দলগুলো হলো যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, রয়ল্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দ্রাবাদ।
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে এবার অধিনায়ক করেছিল রাজস্থান রয়্যালস। আর অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনার দায়ে তাদের এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটে নির্বাসিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)ও স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে আইপিএলে এবারের আসরের জন্য নির্বাসিত করে। এরপর অজিঙ্কা রাহানেকে অধিনায়ক করে রাজস্থান রয়্যালস। আর কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে সানরাইজার্স হায়দ্রাবাদ।
আইপিএলে যে দশটি আসর অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে রাজস্থান রয়্যালস একবার, ডেকান চার্জার্স একবার, চেন্নাই সুপার কিংস দুইবার, মুম্বাই ইন্ডিয়ান্স চারবার, কলকাতা নাইট রাইডার্স দুইবার ও সানরাইজার্স হায়দ্রাবাদ একবার করে চ্যাম্পিয়ন হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*