দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক প্রভাব খাটানোর দায়ে শুক্রবার একটি আদালতের দেওয়া রায়ে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় বলে সূত্র থেকে জানা গেছে। রায়ে বলা হয়, ২৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি গিউন-হাইকে ১৮ বিলিয়ন ওন (১৭ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে।
বিচারক কিম সি উন তাঁর দেওয়া রায়ে বলেন, পার্ক গিউন-হাই ক্ষমতার অপব্যবহার করে স্যামসাং সহ বিভিন্ন কোম্পানিকে তার পুরনো বন্ধু চই সুন-সিলের নিয়ন্ত্রিত দুইটি ফাউন্ডেশনকে ৭৭.৪ বিলিয়ন ওন (৭২ মিলিয়ন ডলার) দান করতে বাধ্য করেন। পরে বিচারক সাজা ঘোষণা করে জানান, অভিযুক্তকে ২৪ বছরের কারাদণ্ড ও ১৮ বিলিয়ন ওন জরিমানা করা হলো। এই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না ৬৬ বছর বয়সী পার্ক গিউন-হাই।
ছবি ও তথ্য সূত্র থেকে প্রাপ্ত
Be the first to comment