হ্যাক করা হলো প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট। শুক্রবার সন্ধ্যেবেলা এই খবর সামনে এসেছে। আর জানা গিয়েছে ওয়েবসাইটটি খুললেই দেখা যাচ্ছে বিভিন্ন সব চাইনিজ ক্যারেকটার। যদিও খবরটি সামনে আসতেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়নি। দুপুর থেকেই যান্ত্রিক সমস্যার কারনে এই বিপত্তি। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে।
ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন জানান, অবিলম্বে সমস্যা সমাধান করা হবে। ভবিষ্যতে যেকোনও সমস্যা এড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে সীতারমনের এই সাফাই মানতে নারাজ বিরোধীরা। তাঁদের দাবি প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটের যদি এমন দশা হয় তাহলে সাধারণ মানুষকে রক্ষার দায়িত্ব নেবে কে?
Be the first to comment