কমনওয়েলথ গেমসে চতুর্থ পদক ভারতের

Spread the love

কমনওয়েলথ গেমসে ভারতের ভারত্তোলকদের জয়জয়াকার। গুরুরাজ, মিরাবাই চানু ও সঞ্জিতা চানুর পর ২১তম কমনওয়েলথ গেমসে ভারতের চতুর্থ পদক আনলেন ভারত্তোলক দীপক লাথের। পুরুষদের ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন এই ভারতীয় ভারত্তোলক। একই দিনে ৫৩ কেজি ভারোত্তলনেও সোনা জয় করেন সঞ্জিতা চানু। ১৩৬ কেজি স্ন্যাচ ও ১৫৯ কেজি ক্লিন অ্যান্ড জার্কে মোট ২৯৫ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জেতেন দীপক। এই ইভেন্টে ২৯৯ কেজি ভার উঠিয়ে সোনা জেতেন ওয়েলসের গারেথ ইভান্স। শ্রীলঙ্কার প্রতিযোগী ইন্ডিকা ২৯৭ কেজি ওজন তুলে রুপো জিতেছেন। দীপকের এই পদক জয়ের সঙ্গেই ২০১৮ কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়াল চার। এই চারটি পদকই এসেছে ভারত্তোলন থেকেই। চারটি পদকের মধ্যে দু’টি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ।  ২১তম কমনওয়েলথ গেমসে মোট চারটি পদক নিয়ে পদক তালিকায় ৫ নম্বরে থেকে দ্বিতীয় দিন শেষ করল ভারত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*