সুদীপ্ত সেন (পাইকর,বীরভূম) –
আচমকায় জল চুঁইয়ে পড়ে ঘন বর্ষার পর রেলিং-র গা বেয়ে, ভেজা ছাতা শুকোতে দিই বারান্দায়,
কেউ বর্ষাতি গুলো খুলে রেখে দেয় তারে, শুকনো তেজপাতার ঝাঁজে খিচুড়ি রান্না হয়,
রাত্রি তখন অন্ধকারে মগ্ন প্রায় হয়ে গেছে, ভেজা রাস্তারা ঠিকানা সাজায়,
আমার বাড়ীর সামনে খানে খাঁচায় পরে থাকা “বসুআ” সিঁদুর ধুয়ে নেওয়ার চেষ্টায় মর্মাহত!
রক্তের মতো লাল সেই রঙ দেখে আঁটকে উঠেছে ক্ষত!!
তার চেষ্টা অবিরাম ক্ষত মুছে দাও বৃষ্টি ফোটা’রা যত।
আসলে ভয় পেয়ে গেছে দ্বন্দ্বের কারা রাম-রহিমের ভক্ত! আজ রক্তের কাঁটাতারে রক্ত মেলানো শক্ত!!
Be the first to comment