জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ- ব্যবসায় উন্নতি। আর্থিক লাভ। নিকট ভ্রমন।
বৃষ- দূর যাত্রা। জ্বরাদি রোগ। পারিবারিক শান্তি বজায় থাকবে।
মিথুন- বৃত্তিতে সাফল্য। দাম্পত্য সুখ। নতুন যোগাযোগ।
কর্কট- রোগমুক্তি। পরিশ্রম দ্বারা সাফল্য। সাহিত্যচর্চা।
সিংহ- কর্মে অসুবিধা। বদলির সম্ভাবনা। পায়ে আঘাত।
কন্যা- স্নায়ুপীড়া। অহেতুক চিন্তা ও ভয়। গুরুজনের উপদেশ লাভ।
তুলা- খেলাধূলায় সাফল্য। ব্যবসায়ে লাভ। সন্মান প্রাপ্তি।
বৃশ্চিক- মামলা মোকদ্দমা। আবেগের বশে ক্ষতি। অর্থনষ্ট।
ধনু- মাথার যন্ত্রনা। নিজ দোষে ক্ষতি। সম্পত্তিহানি।
মকর- অত্যন্ত পরিশ্রম। কর্মে বাধার সম্মুখীন। বন্ধুর সাহায্য লাভ।
কুম্ভ- বিদ্যায় শুভফল। নিকট ভ্রমন। যানবাহন সুখ।
মীন- অতি উৎসাহে ক্ষতি। আত্মীয়বিবাদ। শত্রুতা বৃদ্ধি।
Be the first to comment