ছবির নাম – সিক্রেট সুপারস্টার
অভিনয়ে – আমির খান, জায়রা ওয়াসিম
প্রযোজক – আমির খান ও কিরণ রাও
পরিচালক – অদ্বৈত চন্দন
সঙ্গিত পরিচালক- অমিত ত্রিবেদী
পিয়ালী আচার্যঃ
দেওয়ালীতে দেশবাসীকে আমির খানের উপহার সিক্রেট সুপারস্টার। এ ছবির সাফল্যের সিক্রেট কি? জানতে হলে দেখতে হবে আমির খান ও জায়রা ওয়াসিম অভিনীত সিক্রেট সুপারস্টার। এ ছবি আপনাকে হাসাবে পাশাপাশি আপনার চোখে জল আনবে। এই মুভি বলে, একটি কিশোরী মেয়ের কথা। গুজরাটের ভদোদরার চোদ্দ বছরের মেয়ে ইনসু (অভিনেত্রী জায়রা ওয়াসিম)গায়িকা হতে চায় কিন্তু রক্ষণশীল পরিবার, তাও সে লড়াই জারি রাখে। বোরখায় মুখ লুকিয়ে গানের অনলাইন ভিডিও রেকর্ডিং করে। ডিরেক্টর অদ্বৈত চন্দনের এখানেই মুন্সিয়ানা যে বোরখা এই ছবিতে কোনো আড়াল বা আবরণ নয়, কোনো বন্ধন নয় বরং তা হলো মুক্তি, বলা যেতে পারে আভরণ-অলংকার। ইনসুর(জায়রা ওয়াসিম) লড়াই শুধু যে একজন সঙ্গীত শিল্পী হওয়ার লড়াই তা নয় তার ব্যক্তিগত জীবনে মদ্যপ বাবা তার মায়ের ওপর যে অত্যাচার করে সেখান থেকে মুক্তি দেওয়ার ভূমিকাতেও দেখা যায় তাকে।
জায়রা দঙ্গল ছবিতে আমির খানের সঙ্গে অসাধারণ অভিনয় করে সমালোচকদের মন জয় করেছে। এ ছবিতেও দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে আশা রাখা যায় এমনটাই। মায়ের চরিত্রে মেহের ভিজ, বাবার চরিত্রে রাজ অর্জুন এবং বন্ধুর চরিত্রে তীর্থ শর্মা অসাধারণ অভিনয় করেছেন বলে বক্তব্য পরিচালক অদ্বৈত চন্দনের। তবে এই ছবিতে যার অভিনয়ের কথা না বললে ছবির কথা অপূর্ণ থেকে যায় তিনি হলেন ওয়ান এ্যান্ড অনলি মিস্টার পারফেকশনিস্ট আমির খান। প্রত্যেকটা ছবিতেই তিনি নিজেকে এক্সপেরিমেন্ট করে চলেছেন। আমির নিজেই বলেছেন এই গল্পটি একটি টিনেজ গার্লকে নিয়ে কিন্তু আমার ভূমিকা ছোট হলেও কম গুরুত্বপূর্ণ নয়। I am like the Tadka in the Dal। তার চরিত্রের নাম হলো শক্তি কুমার। সঙ্গীত পরিচালকের ভূমিকায় তার রঙচঙে জামা কাপড়, অদ্ভুত গোঁফ ছবির মধ্যে যোগ করে Extra Colour। পরিচালক অদ্বৈত বলেন, আমির আমার কাছে একটা প্রতিষ্ঠান। আমি ওনার কাছে অনেক বছর কাজ করছি। তার আগে পুনের ফিল্ম ইন্সটিটিউটে পড়াশোনা করার চেষ্টা করেছিলাম, সু্যোগ পাইনি। কিন্তু আমিরের কাছে কাজ করে যে শিক্ষা পেয়েছি তা কোনোদিন ভুলবো না। বলিউডে অনেকে গডফাদার পায় কিন্তু আমির আমার কাছে একটা ফিল্ম স্কুল।
আমির খান নিজে বলেছেন, মা ও মেয়ের ভাললাগার বন্ধনের গল্প এই মুভি, তাই যে কেউই এই ছবি দেখতে যান না কেন, মাকে নিয়ে অবশ্যই যাবেন।
পরিচালক অদ্বৈত চন্দন বলেছেন, যতদিন মা’কে এই ছবি দেখাতে না পারছি ততদিন আমার শান্তি নেই। আমির খানও নিজের মায়ের জন্য একটা স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রেখেছেন। এ ছবির প্রযোজক হলেন আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। দেওয়ালীতে ছবি মুক্তি পাচ্ছে তারপরেই উইকেন্ড। সুতরাং এ ছবি যে বানিজ্যিক সাফল্য পাবে এ কথা বলা বাহুল্য। তবে পরিচালক অদ্বৈত চন্দন এবং তার স্যর আমির খান বিশ্বাস করেন, slow but steady always wins the race। সুতরাং লো-বাজেটের এই মিউসিক্যাল ড্রামা সিক্রেট সুপারস্টার ধীরে ধীরে দর্শকদের মন জয় করে বক্স অফিস দখল করবে এটাই আশা করা যায়।
Be the first to comment