পণ্ডিত রবিশঙ্কর
জন্ম : ৭ই এপ্রিল, ১৯২০- মৃত্যু : ১১ই ডিসেম্বর, ২০১২,
তিনি একজন ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ যিনি সেতারবাদনে কিংবদন্তিতুল্য শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মাইহার ঘরানার স্রষ্টা আচার্য আলাউদ্দীন খান সাহেবের শিষ্য রবি শঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য এবং ভারতীয় সঙ্গীতকে ১৯৬০-এর দশকে পাশ্চাত্য বিশ্বের কাছে প্রথম তুলে ধরেন। ২০১২ খ্রিষ্টাব্দে মৃত্যুকালে তাঁর দীর্ঘতম আন্তর্জাতিক কর্মজীবনের জন্য তিনি গিনেস রেকর্ডের অধিকারী ছিলেন।
১৯৩৯ সালে ভারতের আহমেদাবাদ শহরে রবিশঙ্করের সর্বপ্রথম সাধারণের জন্য উন্মুক্ত একক সেতার পরিবেশন অনুষ্ঠান হয়। সেই শুরু থেকে আজ পর্যন্ত পণ্ডিত রবিশঙ্কর নিজেকে তুলে ধরেছেন একজন বৈশ্বিক সঙ্গীতজ্ঞ, সঙ্গীত স্রষ্টা, পারফর্মার এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন মেধাবী দূত হিসেবে। ১৯৪৫ সালের মধ্যে রবিশঙ্কর সেতার বাদক হিসেবে ভারতীয় ঐতিহ্যবাহী শাস্ত্রীয় সঙ্গীতের একজন শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়ে যান।
তাঁর সঙ্গীত ব্যক্তিত্বের দুটি ভিন্ন দিক রয়েছে: উচ্চাঙ্গ সেতার শিল্পী হিসেবে তিনি সব সময়ই ঐতিহ্যমুখী ও শুদ্ধতাবাদী; কিন্তু সঙ্গীত রচয়িতা হিসেবে তিনি সব সময়ই নিজের সীমাকে ছাড়িয়ে যেতে চেয়েছেন। ১৯৬৬ সালে বিটলস্-এর জর্জ হ্যারিসনের সাথে যোগাযোগের আগে থেকেই তিনি সঙ্গীতের বিভিন্ন ধারা ও তার প্রভাব নিয়ে কাজ করেছেন। এ সময় তিনি জ্যাজ সঙ্গীত, পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত ও লোকসঙ্গীত নিয়ে কাজ করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
===========================================
জিতেন্দ্র
জন্মঃ ৭ এপ্রিল ১৯৪২
তিনি বলিউডের এক জনপ্রিয় অভিনেতা। তাঁর আসল নাম রবি কাপুর তবে দর্শকমহলে তিনি জিতেন্দ্র নামেই তিনি সুপরিচিত। বহু সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
===========================================
রাম গোপাল বর্মা
জন্মঃ ৭ এপ্রিল ১৯৬২
তিনি একজন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক, প্রযোজক। তিনি বলিউড ও তেলেগু ছবির সাথে যুক্ত।
সরকার, অ্যাটাক, রাউডি, সাইকো, রণ, আঘাত, সরকার রাজ, গো, শিবা, গায়েব, বাস্তু শাস্ত্র, রোড, এক হাসিনা থি ইত্যাদি বহু ছবি তিনি পরিচালনা করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
তথ্য সংগ্রহে – মাসানুর রহমান
Be the first to comment