আজ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে তারকেশ্বর গ্রামীণ হসপিটালে আয়োজিত হলো সর্প সচেতনতা শিবির

Spread the love

সুভাষ মজুমদার –
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে তারকেশ্বর গ্রামীণ হসপিটালে আয়োজিত হলো সর্প সচেতনতা শিবির।
বিএমও এইচ রঞ্জন কুমার দের ডাকে সাড়া দিয়ে আজ তারকেশ্বর গ্রামীণ হসপিটালে এএনএম ও এএন এম(২) দের নিয়ে করা হলো সাপ ও সাপের কামড়ের চিকিৎসার উপর একটি বিশেষ অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন সব উপস্বাস্থ্য কেন্দ্রের এ এন এম। সাপ চেনার পাশাপাশি সাপের কামড়ের লক্ষণ, চিকিৎসা নিয়ে আলোচনা করা হলো এবং সাপের কুসংস্কার ও সাপের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। হঠাৎ আয়োজিত এই অনুষ্ঠানে দিদিমনিদের উৎসাহ ও জানার আগ্রহ ছিল দেখার মত ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*