পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রথম দফায় নির্বাচন কমিশনকে ১৮০ কোটি টাকা দিল রাজ্য

Spread the love

পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন প্রকার খরচের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে ১৮০ কোটি টাকা দেওয়া হলো। পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্য সরকারের কাছে নির্বাচন কমিশন ৩৬০ কোটি টাকা চেয়ে চিঠি দিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে প্রথম দফার অর্থ ছাড়ল নবান্ন। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা শেষ হবার পর বাকি টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দেয়া হবে। প্রথম দফার টাকাদিয়ে রাজস্থান থেকে ৪০ হাজার ব্যালট বাক্স কেনা হচ্ছে। কুড়িটি জেলার জেলাশাসকদের নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করবে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে ভোট কর্মীদের পিছনেও খরচ করতে হয় নির্বাচন কমিশনকে। প্রিসাইডিং অফিসারদের ক্ষেত্রে ২৫০০ টাকা, পোলিং অফিসারদের ক্ষেত্রে হাজার ১৮০০ টাকা ও গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে ১৬০০ টাকা দেওয়া হয়।
সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী আনার জন্য রাজ্য সরকারের কাছে দরবার করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জন্য অর্থ বরাদ্দ করতে হবে। রাজ্যের সশস্ত্র ৪৬ হাজার পুলিশের জন্য খরচ করতে হবে নির্বাচন কমিশনকে।
সমস্ত কিছু খরচের জন্য রাজ্য সরকারের কাছে সেই কারণেই রাজ্য নির্বাচন কমিশন ৩৬০ কোটি টাকা চেয়ে চিঠি দিয়েছিল। বিষয়টিকে মাথায় রেখে রাজ্যসরকার প্রথম দফায় ১৮০ কোটি টাকা নির্বাচন কমিশনকে দিল। বাকি টাকা মনোনয়ন সম্পন্ন হবার পরেই পাওয়া যাবে বলেই নবান্ন সূত্রে খবর।

– রফিকুল জামাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*