পাহাড়ের উন্নয়নে ৫০০ কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য। পাহাড়ে বাড়ছে রাজ্য পুলিশের সংখ্যাও। পাহাড় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। রাজ্যের অর্থ বরাদ্দে খুশি জি.টি.এ বোর্ড। এই টাকায় পরিকাঠামো এবং অন্যান্য উন্নয়ণমূলক কাজ করা হবে। পাহাড়ের ঘরে ঘরে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। ১০৪ দিনের বন্ধে পাহাড়ে ক্ষতি হয়েছে প্রচুর। রাজ্য সরকারের বরাদ্দ অর্থে সেই ক্ষয় ক্ষতিও পূরণ করা হবে। প্রতি মাসে হবে রিভিউ মিটিং। এই মিটিং হবে কলকাতায়। জি.টি.এ চেয়ারম্যান উপস্থিত থাকবে এই মিটিং-এ। পাশাপাশি ২০১২-২০১৭ অব্দি জি.টি.এর অডিটের দাবি করা হয়েছে। অডিট করবে এ.জি.বেঙ্গল এমন দাবি করা হয়েছে।
Be the first to comment