সিরিয়ায় রাসায়নিক গ্যাস হামলায় মৃত ৭০

Spread the love

সিরিয়ার পূর্বাঞ্চলীয় ঘুটা শহরের দৌমা এলাকায় রাসায়নিক গ্যাস হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। সিরিয়ার স্থানীয় উদ্ধারকর্মী ও চিকিৎসকদের মাধ্যমে এ ঘটনা জানা যায়। স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংস্থা হোয়াইট হেলমেট এক টুইটে বেশ কিছু মরদেহ পড়ে আছে এমন একটি বিল্ডিংয়ের ছবি প্রকাশ করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে সংস্থাটি। তবে অন্য কোনো সূত্র থেকে এই তথ্য সেভাবে পাওয়া যায়নি। যদিও সিরিয়া সরকার রাসায়নিক হামলার এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাসায়নিক হামলা ব্যবহার করা হয়ে থাকলে সিরিয়ার বন্ধু হিসেবে যুদ্ধ করা রাশিয়াকেই দায়ী করা উচিৎ।
স্থানীয় বেশ কিছু মেডিক্যাল, পর্যবেক্ষণ সংস্থা এবং মানবাধিকার সংস্থা রাসায়নিক হামলার খবর নিশ্চিত করেছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে দ্বিমত দেখা গেছে। ওই অঞ্চলে আসলে কি ঘটছে তা পরিস্কার নয়। দামেস্ক রুরাল স্পেশালিটি হসপিটাল নিশ্চিত করেছে যে, হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা হামলা চালানো হয়েছে। এই বোমায় বিষাক্ত নার্ভ এজেন্ট সারিন গ্যাস ছিল। এই হামলায় ৭০ জন নিহত হওয়ার সম্ভাবনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*