ভূগর্ভস্থ তারের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা ৭৭টি পুরসভায়

Spread the love

মাসানুর রহমান –

গোটা বাংলা জুড়ে সব পরিবারকে আরো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে বাংলার ৭৭টি পুরসভা অঞ্চলে ভূগর্ভস্থ তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। বীরভূম জেলার বোলপুরে এবং নদীয়া জেলার নবদ্বীপে মাটির তলা দিয়ে বিদ্যুতের তার বসানোর কাজ শেষ করেছে দপ্তর।

বিশেষভাবে জানা যায় আগামী ২০২৫ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা হবে। এই প্রকল্পের খরচ পড়বে ৪৮০৯ কোটি টাকা। ঝড়বৃষ্টির দিনে খুব অসুবিধার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। তাই বিদ্যুৎ সংযোগ যাতে ব্যাহত না হয় তাই এবার সেদিকে সজাগ দৃষ্টি দেবে রাজ্যের বিদ্যুৎ দপ্তর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*