তনুশ্রী চক্রবর্তী
ঘুম আসেনা অনেকদিনই,
ঘুম আসেনা রাতের-
ঘুম আসে কি চন্দ্রাহতের
তুমুল পক্ষপাতে?
ঘুমোয় যারা সারাটা রাত
তারার মশারিতে,
মশার ধূপ আর মলম কোথায়
তাদের গ্রসারীতে!
মাথার বালিশ বিলাসিতা
পাখা-টাখাও তাই,
পোশাক রোজই ভাঙছে আগল
সহায় মৌনতাই!
তবুও তাদের ভীষণ জ্বালা
শরীর হলে নারীর,
কি আসে যায় মাথার ব্যামোয়
ভ্রমর কারবারির?!
চন্দ্রাহত ঘুমোয় যখন
তখন জাগে ওরা!
নিয়ন আলোও চিনতে পারে
রাতের বর্ণচোরা!
Be the first to comment