পাওয়ারের ছত্রছায়ায় ডিএসপি

Spread the love

অস্তিত্ব সঙ্কট থেকেই গত জুলাইয়ে বাম সঙ্গ ত্যাগ করেছিলো ফ্রন্টের দীর্ঘদিনের শরিক দল গ্ণতান্ত্রিক সমাজবাদী পার্টি অর্থাৎ ডিএসপি। দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন  উঠতে শুরু করেছিলো অনেকদিন আগে থেকেই। অবশেষে বাংলার রাজনীতি থেকে চিরদিনের জন্য মুছে গেলো এই দলটির নাম।

এর পরিবর্তে রাজ্য ও দেশের বর্তমান পরিস্থিতির মোকাবিলায় গোটা দলটি মিলিত হয়েছে মহারাষ্ট্রের শরদ পাওয়ারের এনসিপি দলে। বর্তমানে বাংলায় তেম্ন কোনও সংগঠন নেই এনসিপির। তবুও এই পঞ্চায়েত নির্বাচনে একসময় ডিএসপির শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুরের এগরাতে এবার দেখা যাবে এনসিপির ঘড়ি প্রতীক। শনিবারই এগরার মহকুমা শাসকের কাছে এনসিপি দলের দুই জেলা পরিষদ প্রার্থী তাঁদের মনোনয়ন পেশ করেছেন। এছাড়াও, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কিছু আসনেও এনসিপি মনোনয়ন পত্র জমা দেবে। এগরা ছাড়াও তমলুক মহকুমার কিছু আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবে তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*