ছবি সৌজন্যে- এএনআই
দেখে মনে হবে কোনও ভূতুড়ে ঘটনা। কারণ রাতের অন্ধকার অতিক্রম করে ছুটে চলেছে ট্রেন৷ আর এই ভাবেই ১৩ কিলোমিটার গড়িয়ে গেল যাত্রীবোঝাই আহমেদাবাদ-পুরী এক্সপ্রেস৷ জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে ওড়িশার টিটলাগড় স্টেশনে৷ ওই স্টেশনে ট্রেনটির ইঞ্জিন বদলানো হচ্ছিল৷ এলাকার জমি বেশ খানিকটা ঢালু ছিলো৷ দায়িত্বপ্রাপ্ত কর্মী ব্রেক না চাপায় ট্রেনটি ঢাল বরাবর কেসিনগার দিকে গড়াতে শুরু করে৷ বেশ কিছুক্ষণ পর ট্রেনটি সময় মেনে চলছে না দেখে টনক নড়ে রেলকর্মীদের৷ দেখতে পেয়ে ট্রেন থামান রেলকর্মীরা৷ কিন্তু ততক্ষণে ট্রেনটি ১৩ কিমি পথ চলে গিয়েছে৷
এদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছেন টিটলাগড় থেকে কেসিনগার দিকের জমি ঢালু। শান্টিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রেলের দুই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। সম্বলপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জয়দীপ গুপ্ত এই ঘটনায় আধিকারিক পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
Be the first to comment