সবদিক থেকেই ব্যর্থ মোদী সরকার। শনিবার কর্নাটকের কোলারে ভোটের প্রচারে এসে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কেন্দ্রীয় সরকারের বিদেশনীতি, আর্থিক পরিকল্পনা সহ একাধিক বিষয়ের সমালোচনা করেছেন রাহুল। তিনি বলেন, আর্থিক অব্যবস্থা, নোট বাতিলের সিদ্ধান্ত ইত্যাদির জেরে আমরা বুঝতে পারছি না সরকার কী চাইছে। সরকারও কিছু বুঝতে পারছে না। পাশাপাশি, কেন্দ্রের বিদেশনীতির সমালোচনা করে রাহুল বলেন, ডোকালামে চিন ঢুকে পড়ছে কিন্তু প্রধানমন্ত্রী এবিষয়ে নীরব কেন?
অন্যদিকে, মোদীর আচরণ নিয়ে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি বলেন, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর হাবভাব, অভিব্যক্তি, কথাবার্তাই তার প্রমাণ। দেশে দলিতদের উপর অত্যাচার ক্রমশই বাড়ছে কিন্তু, এবিষয়ে প্রধানমন্ত্রী একেবারেই চুপ।
Be the first to comment