নেপালের সঙ্গে রেল যোগাযোগে সম্মতি দিল ভারত। ভারতের আর্থিক সাহায্যেই কাঠমাণ্ডু থেকে রক্সৌল পর্যন্ত রেল যোগাযোগ গড়ে উঠবে বলে জানা গেছে। এর ফলে নেপাল-ভারত সম্পর্ক আরও জোরদার হবে।
প্রসঙ্গত, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা। রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে গতকাল বিশেষ সম্বর্ধনা জানানো হয়। জানা গেছে রক্সৌল থেকে কাঠমাণ্ডু পর্যন্ত রেল যোগাযোগে রাজি হয়েছে দু’দেশই। দু’দেশের মধ্যে রেল যোগাযোগের বিষয়ে প্রথমে সমীক্ষা চালাবে ভারত।
Be the first to comment