রাজ –
আজ সুপার সানডেতে আইপিএলের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব হারালো দিল্লী ডেয়ারডেভিলসকে। এবারে কিংস ইলেভেন পাঞ্জাব তাদের অধিনায়ক করেছিলো ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। অশ্বিন তাঁর অধিনায়কত্বে প্রথম ম্যাচেই সফল ভাবে তাঁর দল জিতলো। কিংস ইলেভেন পাঞ্জাব ৬ উইকেটে হারালো গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন দিল্লীকে। এদিন মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাব টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় দিল্লী ডেয়ারডেভিলসকে। দিল্লীর দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে। অধিনায়ক গৌতম গম্ভীর সর্বোচ্চ ৫৫ রান করেন। এছাড়াও রান করেন ঋষভ পন্থ(২৮), ক্রিস মরিস(২৭*)। পাঞ্জাবের হয়ে ভালো বল করেন আফগানিস্তানের হয়ে খেলা মুজিব উর রহমান। তিনি দুই উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন কে এল রাহুল। তাঁর ১৬ বলে ৫১ রান (৬ টা চার এবং ৪ টে ছক্কা) পাঞ্জাবকে জেতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়াও করুন নায়ার করেন ৫০। দিল্লীর ডেয়ারডেভিলসের কোনো বোলার সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। স্বভাবতই ম্যাচের সেরা হয়েছেন কে এল রাহুল।
Be the first to comment