রবিবার মুম্বইয়ের সিবিআই আদালত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করলো পিএনবি কাণ্ডে মূল অভিযুক্ত নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে৷ কিছুদিন আগেই আদালতে এর জন্য আবেদন জানিয়েছিল সিবিআই। তাতেই এদিন সিলমোহর দিলেন বিচারক। নীরব মোদী এবং মেহুল চোকসির বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার অভিযোগ করেছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। একাধিকবার তাঁদের ইমেল করে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছিল। কিন্তু প্রতিবারই তাঁরা তদন্তকারীদের ফিরিয়ে দিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করতে পারবেন না বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, জানুয়ারি মাসে দেশ ছাড়ার পর থেকে মামা–ভাগ্নে কোথায় রয়েছে তা এখনও জানতে পারেনি সিবিআই। এদিকে ইমেল মারফৎ জবাব দিয়ে যাচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই মেহুল চোকসি এবং নীরব মোদীর পাসপোর্ট বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই নীরব মোদীকে গ্রেপ্তারের জন্য হংকং সরকারের কাছে আবেদন জানিয়েছেন বিদেশমন্ত্রক।
Be the first to comment