আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের সুযোগ অনেকটাই কম। বারাণসীতে নিজের কেন্দ্রেই হেরে যেতে পারেন নরেন্দ্র মোদী। কর্নাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে একথাই বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ও বহুজন সমাজবাদী পার্টির জোট হলে বিজেপি-র জয় অসম্ভব। এমনই মনে করছেন কংগ্রেস সভাপতি।
সম্প্রতি দলিতদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বিভিন্ন রাজ্য। সেই প্রসঙ্গে রাহুল বলেন, “আগামী নির্বাচনে আমি বিজেপির কোনও সুযোগ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে ২০১৯ সালে আমরা আগের পরিস্থিতিতে ফিরে আসব। রাহুলের মতে, বিরোধী দলগুলির জোট বেশ মজবুত হয়েছে। যার ফলে বিজেপি-র লোকসভা নির্বাচনে জয় প্রায় অসম্ভব। পাশাপাশি তামিলনাড়ুতে ডিএমকে ও কংগ্রেসের প্রসঙ্গ তুলে বলেন, আর কোথায় জিতবে বিজেপি? রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাত, হরিয়ানা ও পাঞ্জাব সব আমাদের দখলে চলে আসবে। এবার কেন্দ্রের শাসকদলকে আপনারা এমনভাবে ভেঙে পড়তে দেখবেন, যা আগে দেখেননি।
Be the first to comment