সুপ্রিম কোর্টের নির্দেশে জোর ধাক্কা পেয়েছে বিজেপি কিন্তু তা মুখে প্রকাশ করতে নারাজ। বিজেপির নেতা মুকুল রায়, লকেট চ্যাটার্জী আজ রাজ্য কমিশনের দ্বারস্থ হন এবং শাসকদলের বিরুদ্ধে অভিযোগ আনেন। এছাড়া দুপুরে বিজেপি রাজ্য অফিসে একটি সাংবাদিক সম্মেলন করেন মুকুল রায়।
“কেউ ওভার বাউন্ডারি মারেনি, কেউ চার বা ছয় মারেনি।” পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তৃণমূলকে কটাক্ষ করে বললেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন মুকুল রায় বলেন, “সুপ্রিমকোর্টের রায়ের পর অনেকে বলছেন তৃণমূল চার মেরেছে ছয় মেরেছে। আমি বলছি কিছুই মারেনি। সুপ্রিমকোর্টের অর্ডারে পরিস্কার করে বলা আছে যে বা যারা নমিনেশন তুলতে বা জমা দিতে পারে নি, তাদের নমিনেশন ফাইল করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের।” এর পাশাপাশি এদিন মুকুল রায় অনুব্রতকে কটাক্ষ করে বলেন, “আগে যে কথা অনীল বিশ্বাসরা বলতেন আজ সে কথা অনুব্রত মণ্ডল বলছেন। এতে বোঝা যাচ্ছে নির্বাচন কেমন হবে।”
অন্যদিকে বিরোধী দল সিপিএম বারবার অভিযোগ করছে তাদের নাকি নমিনেশন ফাইল করতে দেওয়া হচ্ছে না। ৯ তারিখ নমিনেশন ফাইল জমা দেওয়ার শেষ দিনে একগুচ্ছ নমিনেশন ফাইল নিয়ে নির্বাচন কমিশনের অফিসে হাজির হলো সিপিএম নেতা সুজন চক্রবর্তী। নির্বাচন কমিশনারের কাছে ১৩৪টা নমিনেশন জমা দিলো দক্ষিণ ২৪ পরগণার বামেরা।
Be the first to comment