জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ- দাম্পত্য অশান্তি, স্নায়ুপীড়া, ক্রনিক রোগ।
বৃষ- পারিবারিক সুখ বৃদ্ধি।
মিথুন- গুপ্ত শত্রুতা, বিদায় শুভ, সন্তানের জন্য গর্ববোধ।
কর্কট- গলার রোগে কষ্ট, বৃত্তিতে সাফল্য, জ্যোতিষ চর্চা।
সিংহ- মাথাগরম করে ক্ষতি, কর্মে জটিলতা, শত্রু বৃদ্ধি।
কন্যা- নিকট ভ্রমণ, লটারি প্রাপ্তি, পিতার অসুস্থতা।
তুলা- যানবাহন লাভ, বিদেশ যাত্রা, অর্থাগম।
বৃশ্চিক- কোমরে আঘাতের আশঙ্কা, বন্ধু দ্বারা লাভ, সাহিত্য চর্চা।
ধনু- বাক্য দ্বারা লাভ, নতুন বন্ধুলাভ, শুভ যোগাযোগ।
মকর- জরাদি রোগে কষ্ট, অর্থকষ্ট, বাদানুবাদ।
কুম্ভ- প্রতিবেশীর সঙ্গে অশান্তি, অহেতুক ঝামেলা, সন্তানের শুভ।
মীন- দূর ভ্রমণ, নতুন সঙ্গলাভ, ব্যবসায়ে সাফল্য।
Be the first to comment