বিরোধীদের পরিকল্পনা ব্যর্থঃ পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

আজ সাংবাদিক সম্মেলনে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন,
সকালে কমিশনে গিয়েছিলাম তখন অবধি রায় বেরোয়নি। যখন বেরোলো যারা মানুষের কাছে যাচ্ছেন না কোর্ট তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। চিরকালই আমরা কোর্ট এবং আইনের প্রতি ভরসা রেখেছি। আস্থা এবং শ্রদ্ধা আছে। যারা চিড় ধরাতে চেয়েছিলো তারা পারেনি। বিরোধীদের পরিকল্পনা ব্যর্থ।
ইলেকশন কমিশনকে বলেছি যারা লাঠি-সোটা তির-ধনুক নিয়ে বাইরে ঝামেলা করছে আর এখানে এসে বলছে মনোনয়ন জমা দিতে পারছে না। পুরোটাই পরিকল্পনা। বলেছি নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। কারোর কাছে নতি স্বীকার করবেন না।
সিপিএম প্রসঙ্গে বললেন, ওদের কোনো সংগঠন আছে? যদি মনোনয়ন জমা দিতে নাই পারলো তাহলে ৪৯% দিলো কি ভাবে? সেটা কি ভুয়ো! সংগঠন নেই, সংগ্রাম নেই।
বীরভূম প্রসঙ্গে বললেন, ঝাড়খন্ড থেকে লোক এসেছিলো আবার কি ফিরে গেছে। এ রাজ্যের মানুষ তাদের সঙ্গে নেই। মানুষ বুঝেছে যদি পরিবর্তন হয় তাহলে দ্বিধা বিভক্ত হবে। ৩৪ বছরের কালা শাসন ফিরে আসবে।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রসঙ্গে বলেন, কি করেছে দিলীপ? বলেছিলো স্ট্রেচারে করে নিয়ে যাবো। বলেছিলো দল শ্মশানে যাবে। মানুষের সমর্থন থাকলে তবে ঘুরে দাঁড়াতে পারবে। বলেছিলো এক মাঘ এ শীত যায় না। তাহলে কটা মাঘে শীত যাবে?
মুকুল প্রসঙ্গে বলেন, ওর ডাকে বিজেপি কর্মীরা সাড়া দেবে না। আমার তো মনে হয় পুরোটাই ঘেঁটে দিয়েছে। এত তাড়াতাড়ি ঐ দলে নেতা হওয়া যায় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*