জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ- কর্মে শুভ। ব্যবসায় উন্নতি। বিশেষ সন্মানলাভ।
বৃষ- শত্রুহানি। প্রতিযোগীতায় জয়লাভ। সাহস বৃদ্ধি।
মিথুন- আত্মীয় বিবাদ। শত্রুতা। শারীরিক আঘাত।
কর্কট- স্ত্রীর সাথে মনোমালিন্য। পারিবারিক অশান্তি। পেটের রোগ।
সিংহ- বিশেষ কাজে সাফল্য। সামাজিক সন্মান বৃদ্ধি। যন্ত্রবিদ্যায় সাফল্য।
কন্যা- ব্যবসায়ে লাভ। বিদেশ গমন। প্রতিবেশী দ্বারা সাহায্য প্রাপ্তি।
তুলা- জলে দোবার আশংকা। জীবানুঘটিত রোগ। চিকিৎসকের পরামর্শলাভ।
বৃশ্চিক- পরাজয় ভীতি। শত্রুরা ক্ষতি করতে পারে। বাতজ বেদনা।
ধনু- গবেষনামূলক কাজে ব্যর্থতা। নিকট ভ্রমন। অপমান ভয়।
মকর- সন্মানহানী। নিম্নরূচির পরিচয় না দেওয়াই ভাল। ঝগড়া মতবিরোধ।
কুম্ভ- কর্মে বিশেষ সাফল্য। বিদ্যায় শুভফল। সঙ্গীতচর্চা।
মীন- বিশেষ প্রশংসালাভ। থাইরয়েডের রোগে জটিলতা। অন্যান্য শুভ।
Be the first to comment