মাসানুর রহমান –
সমবায়ের মাধ্যমে সরকারকে দুধের জোগান দেওয়া চাষিদের প্রতি লিটারে ২ টাকা অতিরিক্ত ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তে সংগ্রহ মূল্য অপরিবর্তিত থাকলেও ভর্তুকি যোগ করে এখন থেকে দুধ চাষিরা লিটারে ২৭ টাকা হাতে পাবেন।
জানা যায় বর্তমান রাজ্যে ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার ফেডারেশনের অধীন প্রায় ১ লক্ষ ২০ হাজার দুধ সরাবরাহকারী চাষি রয়েছে। তাঁদের পরিবারের সদস্য এবং পরোক্ষভাবে যুক্ত মানুষের সংখ্যা মিলে প্রায় ১০ লক্ষ হবে। তাঁরা সকলেই মূলত রাজ্যের গ্রামীণ এলাকার বাসিন্দা। তবে এই গোটা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এই ভর্তুকির টাকা দুধ চাষিদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আরও জানা যায় এর জন্য চাষিদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
Be the first to comment