স্বাস্থ্য সাথীর আওতায় এবার অবসরপ্রাপ্ত খেলোয়াড়রাও

Spread the love

মাসানুর রহমান –
গত ১লা এপ্রিল থেকে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের স্বাস্থ্য সাথীর আওতায় নাম নথিভুক্তিকরণ শুরু করল রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। চলতি বছরের জানুয়ারি মাসে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাশ্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছিলেন। এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় ২.৫ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। তাই এবার প্রবীণ খেলোয়াড়রা চিকিৎসার জন্য কোনও অসুবিধার সম্মুখীন যাতে না হন, তাই তাদেরও অন্তর্ভুক্ত করা হল এই প্রকল্পে।

ফর্ম দেওয়া চালু হয়েছে পাশাপাশি পূরণ করা আবেদনপত্র জমাও নেওয়া হবে। নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের কার্যালয়, জেলায় এই দপ্তরের অফিস ও অন্যান্য ক্রীড়া সংস্থার কার্যালয় থেকে এই ফর্ম পাওয়া যাবে। ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ ৩০শে এপ্রিল। আস্তে আস্তে অনলাইনও পাওয়া যাবে ফর্ম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*