খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দুই সাংবাদিক মানস চট্টোপাধ্যায় এবং বিল্পব মন্ডল। তাদের ওপর এই ঘৃণ্য আক্রমণে বিবৃতি দিল কলকাতা প্রেস ক্লাব।
প্রেস বিবৃতি
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার খবর কভার করতে গিয়ে কোচবিহারসহ রাজ্যে কয়েকটি প্রান্তে সাংবাদিকদের নিগ্রহের ঘটনা ঘটেছে। প্রেস ক্লাব কলকাতা এই ঘটনার অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছে এবং এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তা দেখার জন্য পুলিশ ও প্রশাসনকে অনুরোধ করছে। বিবৃতিতে প্রেস ক্লাব কলকাতা আরও বলেছে যে নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং তাতে সাংবাদিকদেরও নির্দিষ্ট ভূমিকা আছে। তাদের সেই ভূমিকা সমস্ত রাজনৈতিক দলেরই পালন করতে দেওয়াটাই গণতন্ত্র। কর্মক্ষেত্রে তাদের বাধাদান, আক্রমণ অত্যন্ত নিন্দনীয় ও অনভিপ্রেত।
সভাপতি – স্নেহাশিস সুর
সম্পাদক – কিংশুক প্রামাণিক
Be the first to comment