আজকের দিন – ২

Spread the love

রামানাথন কৃষ্ণন

জন্মঃ ১১ এপ্রিল ১৯৩৭
তিনি ভারতবর্ষের একজন টেনিস খেলোয়াড়। ১৯৫০-৬০ দশকে তিনি দেশের হয়ে খেলেছেন। ১৯৬০-৬১ তিনি উম্বলেডন সেমি ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন। এছাড়াও ১৯৬৬ ডেভিস কাপে তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ সদস্য।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

================================

গৌতম ভট্টাচার্য

জন্মঃ ১১ এপ্রিল
তিনি একজন ক্রীড়া সাংবাদিক। আনন্দবাজার পত্রিকা সহ অন্যান্য পত্রিকার সাথেও তিনি যুক্ত।

বালিগঞ্জ গভর্মেন্ট হাই স্কুল থেকে তিনি পড়াশুনা শেষ করে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশুনা করেন। সাংবাদিক হিসাবে তিনি একজন অত্যন্ত সুপরিচিত ব্যক্তি।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন

===================================

মোহিত সুরি

জন্মঃ ১১ এপ্রিল, ১৯৮১
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক।
কলিযুগ, আওয়ারাপান, মার্ডার ২, আশিকি ২, এক ভিলেন, ওহ লমহে, জহর ইত্যাদি ছবির পরিচালক তিনি।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শুভ জন্মদিন।

====================================

অমিত ট্যান্ডন

জন্মঃ ১১ এপ্রিল, ১৯৭৯
তিনি একজন ভারতীয় গায়ক, অভিনেতা। ইন্ডিয়ান আইডল ১ এর ফইনালিস্ট তিনি। ক্যায়সা ইয়ে পিয়ার হ্যায় সিরিয়ালে তিনি অভিনয় করেয় তাঁর চরিত্রের নাম হয় পৃথ্বী বোস। এছাড়াও তিনি দিল মিল গ্যায়ে তে অভিমুন্য মোদী নামের চরিত্রে অভিনয় করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*