মাসানুর রহমান –
আসুন বিশদে জানি
প্রকল্পঃ গতিধারা
কর্মহীন ও এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত যুবক যুবতীদের নিজের পায়ে দাঁড়ানো অর্থাৎ স্বনির্ভর একটি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বাণিজ্যিক গাড়ি কেনার অর্থের বেশ কিছুটা জোগান দিচ্ছে সরকার। এই প্রকল্পের আওতায় গাড়ী কিনলে পরিবহণ দপ্তরের সহায়তায় পারমিট পেতেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
যে কোনো বাণিজ্যিক গাড়ি কিনলেই রাজ্য সরকার গাড়ির মোট দামের ৩০% অথবা সর্বোচ্চ ১লাখ টাকা ভর্তুকি দেবে এবং ঐ অর্থ ফেরত দিতে হবেনা। অর্থাৎ গাড়ির মোট দামের ৩০% রাজ্য সরকার দেবে। বর্তমানপ গতিধারা প্রকল্প বেকার কর্মহীন যুবক যুবতীদের কাছে জনপ্রিয় ও কার্যকারী হয়ে উঠেছে।
আবেদনকারীকে যে কোনো বছরের ১ এপ্রিল হিসেবে ২০ বছর বয়সী হতে হবে, ৪৫ বছরের কম হতে হবে। তপশিলি জাতি ও আদিবাসী দের ৫ ও ৩ বছর ছাড় থাকবে। আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত হতে হবে। পরিবারের মাসিক আয় ২৫০০০ টাকার বেশি হবেনা।
যোগাযোগ করতে হবেঃ জেলার ক্ষেত্রে আঞ্চলিক পরিবহণ আধিকারিক এবং রাজ্য স্তরে পারমিটের জন্য স্টেট অথরিটি ট্রান্সপোর্ট অফিসে যোগায়োগ করতে হবে।
Be the first to comment