উন্নাওয়ের ঘটনার নিন্দায় কি উনি উপবাস করবেন? মোদীকে প্রশ্ন রাহুলের

Spread the love

উন্নাওয়ের গণধর্ষণের ঘটনাকে মনুষ্যত্বের লজ্জা বলে মন্তব্য করলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনশনে বসার যে কর্মসূচি নিয়েছেন, তাকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি প্রশ্ন করেছেন, উন্নাওয়ের ঘটনার নিন্দায় কি উনি উপবাস করবেন?
এদিন ট্যুইটারে রাহুল লিখেছেন, উত্তরপ্রদেশে মেয়েটির জন্য সুবিচার দাবি করা উচিত। এক বাবার সঙ্গে যে বর্বরোচিত আচরণ করা হল, তা মানবতাকে লজ্জায় ফেলেছে। আশা করি, প্রধানমন্ত্রী শীঘ্রই মহিলাদের ওপর অত্যাচার, আইনশৃঙ্খলার অবনতি ও বিজেপির তদারকিতে ক্রমবর্ধমান নৈরাজ্যের নিন্দায় উপবাসে বসবেন।

পাশাপাশি, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার মহিলাদের সুরক্ষা দিতে পারেনি বলে দাবি করে তাকে রাবন জমানা বলল কংগ্রেস। এছাড়াও, আদিত্যনাথ সরকারকে অবিলম্বে বরখাস্তের দাবি তুলেছে তারা। এদিকে, কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী পদে থাকার কোনও অধিকারই নেই। এখনই তাঁকে বরখাস্ত করতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সারা দিন উপবাসে থাকবেন নরেন্দ্র মোদী। সদ্য শেষ হওয়া সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিরোধীরা সভার স্বাভাবিক কাজকর্ম চলতে দেননি, এই অভিযোগেই প্রধানমন্ত্রীর মোদীর এই অনশনের সিদ্ধান্ত। বিধানসভা ভোটে দলের প্রচারে ব্যস্ত থাকলেও বিজেপি সভাপতি অমিত শাহও সেদিন অনশন করবেন বলে খবর। কাবেরী জলবন্টন, অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ ক্যাটাগরির দাবি, পিএনবি জালিয়াতি সহ নানা কারণে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে নজিরবিহীন অচলাবস্থা বহাল ছিল দুই কক্ষেই।

তবে গত শুক্রবারই এক সভায় প্রধানমন্ত্রী সংসদে বিরোধীদের অচলবস্থার প্রতিবাদে বৃহস্পতিবার, অর্থাৎ ১২ এপ্রিল বিজেপি সাংসদদের নিজ কেন্দ্রে অনশন পালনের নির্দেশ দেন। আর অনশন কর্মসূচীকে কটাক্ষ করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, বাজেট সেশন বানচাল করে দেওয়ার জন্য মোদীকে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি নীরব মোদী, মেহুল চোকসিদের নিয়েও এদিন প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দেন সুরজেওয়ালা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*