কোনো বনধ হবে হবে না, কংগ্রেস-বিজেপি-সিপিএম একজোট হয়ে নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছেঃ মুখ্যমন্ত্রী

Spread the love

রফিকুল জামাদার (রিপোর্টার) –
“কোনো বন্ধ হচ্ছে না। ৩৪ বছর বন্ধ করে রাজ্যটাকে পিছিয়ে দিয়েছে। এখন জগাই-মাধাই-বিদায় একজোট হয়ে এই সব হচ্ছে। কোনো বন্ধ হবে না।” বামেদের ৬ ঘন্টার বন্ধ প্রসঙ্গে নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরে চিত্র সাংবাদিক নিগ্রহ কাণ্ডে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের কাছে কোনো এরকম তথ্য নেই। পুলিশের কাছেও খবর নেই। কোনো ঘটনা ঘটেনি।” পাশাপাশি, আজ প্রেসক্লাবে বুদ্ধিজীবীরা সাংবাদিক সম্মেলনে যে মন্তব্য করেছেন তা কোনো একটি সংবাদ পত্র করিয়েছে বলে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন এও বলেন, “বুদ্ধিজীবীরা যে গাড়ি করে প্রেস ক্লাবে গিয়েছেন সেই গাড়িটি SUCI-এর প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডলের।”

এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন,

১) ৫৮০০০ বুথে মাত্র ৭টি জায়গায় ঘটনা ঘটেছে।

২) বিরোধীরা মনোনয়ন জমা করেছে ৭০,০০০। তাহলে কি করে বলছেন যে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি।

৩) বিরোধীরা অপপ্রচার করছে।

৪) কংগ্রেস-বিজেপি-সিপিএম একজোট হয়েছে।

৫) বিজেপিকে শত্রু বলেও একসঙ্গে ঘর করছে সিপিএম। কংগ্রেসও একসঙ্গে হয়েছে।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*