রাজস্থানে বুধবার রাতে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় ১২ জনের মৃত্যু হয়েছে। সূত্র থেকে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে ধলপুরে সাতজন ও ভরতপুরে পাঁচজন মারা গেছেন। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে। একটানা ভারী বৃষ্টিপাতে ধলপুরের কয়েকটি এলাকা ডুবে গেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটছে। কর্তৃপক্ষ রাস্তার জল সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়, ভারী বৃষ্টিপাতের ফলে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে। আগ্রা-ধলপুরের ট্রেন চলাচল স্থগিত রয়েছে। রেল কর্তৃপক্ষ পুনরায় এই লাইনে ট্রেন চালু করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আবহাওয়া অফিস সূত্র থেকে জানা গেছে, আগামী ২৪ ঘন্টায় আরো বৃষ্টিপাত হতে পারে।
প্রতীকি ছবি
Be the first to comment