বাজেট অধিবেশন চলাকালীন সংসদে অচলাবস্থা চলার প্রতিবাদে বৃহস্পতিবার অনশনে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন বিজেপির সাংসদরাও। তবে প্রত্যেককে নিজ নিজ কেন্দ্রে অনশন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে কথামতোই একই ইস্যুতে কর্নাটকের হুবলিতে আজ অনশন পালন করবেন বিজেপি সভাপতি অমিত শাহ।
মোদী এদিন বলেন, একদিনও সংসদ ঠিকমতো চালাতে দেয়নি ওরা। গণতন্ত্রকে হত্যা করেছে। অনশনে বসে বিশ্বের সামনে ওদের সব অপরাধ ফাঁস করব। অনশন করলেও আমার কাজে কোনও ব্যাঘাত হবে না। বিজেপির অভিযোগ, কংগ্রেসের অগণতান্ত্রিক কার্যকলাপের কারনেই বাজেট অধিবেশন ব্যাহত হয়েছে।
অন্যদিকে বিজেপির এই অনশনকে স্রেফ নাটক বলে অ্যাখ্যা দিয়েছে কংগ্রেস৷ এদিন দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, এটা অনশন নয়, লোকদেখানো। এসএসসি ও সিবিএসসি-র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে অনশন করুন প্রধানমন্ত্রী। দলিতদের কাছে ক্ষমা চান। কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও তার সহযোগী দলগুলিই বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে সংসদে কাজকর্ম হতে দেয়নি। সংসদের ২৫০ ঘণ্টা নষ্ট করেছে তারা আর এখন অনশনে বসছে।
তবে অনশনের পাশাপাশিই সরকারি কাজকর্ম ঠিকই করবেন প্রধানমন্ত্রী, লোকজনের সঙ্গে দেখা করবেন, সই করবেন ফাইলপত্রেও।
Be the first to comment