বৃহস্পতিবারও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ ঘণ্টায় দার্জিলিং-সহ উত্তরের ৫ জেলায় ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।
তবে কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ কলকাতার আকাশ আজ সকাল থেকেই মেঘলা থাকবে৷ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে৷ তবে হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনে বাড়তে পারে তাপমাত্রা৷ বাংলাদেশের উত্তরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে৷ আর সেই ঘূর্ণাবর্তের জেরেই উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
Be the first to comment