রিপোর্টার – রফিকুল জামাদার –
“এটা চালাকি করে নাটক করছে। ওদের বলুন রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত বনধ করতে। কাল কোনো বনধ হবে না।” বামেদের ১২ ঘন্টার বনধ প্রসঙ্গে নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরো বলেন, “এমনিতে বাজারঘাট, দোকান সব ১০টার পরেই খোলে। এটা ওদের নাটক ছাড়া কিছু নয়। ওরা মধ্যরাতে বনধ করুক। ঘুমিয়ে ঘুমিয়ে বনধ সফল হবে। ওরা পার্টিটাকে বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে। সিপিএমের হার্মাদরা এখন বিজেপির ওস্তাদ হয়েছে। আমি কয়েকজন বামপন্থীদের শ্রদ্ধা করি, কিন্তু যারা সাম্প্রদায়িক দলের কাছে নিজেদের বিকিয়ে দেয় তাদের শ্রদ্ধা করি না। ওদের উচিৎ নিজেদের বিরুদ্ধে বনধ করা।”
চিত্র সাংবাদিক নিগ্রহ কাণ্ডে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আগামীকাল অনেকে রাস্তায় হেঁটেছেন, কিন্তু যার হয়ে মিছিল করলেন তার বিরুদ্ধে চাকরী দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে।”
Be the first to comment