কবিতা – ক্ষমা

Spread the love

শ্যামাপদ মালাকার –

যাহারা এতকাল- অসতী ভাবিয়া হতভাগীর মুখ দেখিল নাই,-
তাহারাই আজি কর্ম ফেলিয়া ছুটিয়া আসিয়াছে,- তাহার ঐমুখ একটিবার দেখিবার লাগি!

হায়রে মানুষ! সে আর কখনও ফিরিয়া আসিবেনা ভাবিয়াই কি,-
এত পুষ্প, এত গন্ধ, এত ধূপ!
যবে বঞ্চিতার মৃদুশ্বাস বহিতেছিল- সেদিন একটু যত্ন পাইলে- আর কটাদিন ধরায় বাঁচিয়া যাইত!।

হে অনন্ত করুণাময়- আমরা কি কম জানি- কাহারে ‘ক্ষমা’ করিতে হয়!।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*