বিস্ফোরক শ্রী, অবিলম্বে রিপোর্ট পেশের নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের

Spread the love

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ হওয়ার পথে অভিনেত্রী শ্রী রেড্ডি। বাতিল করা হয়েছে তাঁর ইন্ডাস্ট্রির মেম্বারশিপও। আর তারপরেই যেন নতুন করে গর্জে উঠেছেন শ্রী। বৃহস্পতিবার প্রথমে প্রযোজক শেখর কামমুলা, গায়ক শ্রীরাম চন্দ্র, ইউটিউব স্টার ভিভা হর্ষ এবং অভিরাম ডগ্গুবাতির বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তোলেন। শুধু অভিযোগই নয়, ফাঁস করেছেন অভিরামের সঙ্গে ব্যক্তিগত কিছু ছবিও। এদিন শ্রী রেড্ডি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্টুডিওতে জোর করে তাঁর সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছিলেন অভিরাম।

আর তার কিছুক্ষন পরই শ্রী ফাঁস করেন তেলেগু ছবির পরিচালক কোনা ভেক্টটের অশ্লীল চ্যাট। হোয়াটসঅ্যাপের একটি চ্যাট প্রকাশ্যে এনেছেন তিনি।

প্রসঙ্গত, তেলুগু ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে কাজ পেতে গেলে অভিনেত্রীদের শরীর বিক্রি করতে হয়। তাদের উপর যৌন শোষণ চলে, এমন চাঞ্চল্যকর দাবিতে তেলুগু ফিল্ম চেম্বার অব কমার্সের দপ্তরের বাইরে সম্প্রতি অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ দেখিয়েছেন এই তেলুগু অভিনেত্রী। ঘটনার জেরে ৮ এপ্রিল মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন জানিয়ে দেয়, ওই অভিনেত্রীকে আর সদস্যপদ দেবে না তারা। প্রকাশ্যে অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগে তাঁকে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় অভিযুক্ত করে পুলিশ।

কিন্তু  বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশন এ বিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পাশাপাশি তেলঙ্গানা সরকারকে নোটিস দিয়ে ৪ সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠালো। কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার অভিযোগ উঠলে তার নিষ্পত্তি করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*