সুভাষ মজুমদার (রিপোর্টার) –
শিব পার্বতীর বিবাহ উপলক্ষে জমজমাট ভিড় তারকেশ্বর মন্দিরে। হিন্দু ধর্ম মতে শিব শক্তির গুরুত্ব অপরিসীম। শিবের অর্থ হলো জ্ঞান, আর শক্তি হলো প্রজ্ঞা। জ্ঞান শুনে অর্জন করা যায় , প্রজ্ঞা অনুভূতির সাথে রপ্ত করতে হয়। এক মাস ধরে শিব পার্বতীর বিবাহের জন্য যারা সন্যাস নিয়েছিলেন আজ বিবাহের সাথে সাথেই সবাই সন্যাস ত্যাগ করবেন।
শিব পার্বতীর বিবাহ উপলক্ষে আজ তারকেশ্বর মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে।যদিও আজ নীল ষষ্ঠী উপলক্ষে মায়ের তাদের সন্তান দের মঙ্গল কামনায় পুজো দিচ্ছেন। রাতে সানাই ও বাজি পুড়িয়ে ধুম ধাম করে শিব পার্বতীর বিবাহ অনুষ্ঠিত হয়।
পুরোহিত তারকেশ্বর মন্দির সন্দীপ চক্রবর্তী
Be the first to comment