আইপিএলে জয়ের মুখ দেখলো ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ম্যাচে কেকেআর এর কাছে হেরেছিলো তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে প্রথম ম্যাচ অশ্বিনের নেতৃত্বে কিংস ইলেভেন পাঞ্জাব হারিয়েছিলো দিল্লী ডেয়ারডেভিলকে। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের ঘরের মাঠে প্রথমে টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভার পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ব্যাট করতে পারেনি। ১৯.২ ওভারে ১৫৫ রানে সবাই আউট হয়ে যায়। প্রথম ম্যাচে দ্রুত গতিতে ৫০ করা লোকেশ রাহুল এদিনও ভালো ব্যাট করেন। এদিন তাঁর ৩০ বলে ৪৭ রানে ২ টো চার এবং ৪টি ছক্কা ছিলো। আর বলার মত রান করেছেন করুন নায়ার(২৯) এবং অধিনায়ন অশ্বিন (৩৩)। অ্যারন ফিঞ্চ, যুবরাজ সিং ব্যর্থ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৩টি উইকেট দখল করেন উমেশ যাদব। ওয়াশিংটন সুন্দর নেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নয়। ভালো রান করেন এবি ডেভিলিয়ার্স (৫৭), কুইন্টন ডি কক (৪৫)। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে বল ভালো করেন অধিনায়ন অশ্বিন (২ টি উইকেট)। ম্যাচ সেরার পুরস্কার পান উমেশ যাদব।
Be the first to comment