কাঠুয়া ও উন্নাও গণধর্ষণ কাণ্ড নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী, নমোকে পাল্টা প্রশ্ন আসিফার বাবার

Spread the love

গোটা দুনিয়া কাঠুয়া ও উন্নাও গণধর্ষণ কাণ্ড নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে। ঝড় উঠেছে সব মহলে। রাজনৈতিক মহল কাঠুয়া ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে আসমুদ্র হিমাচলও। এদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বহুবার প্রশ্ন তুলছেন এই ধরণের ভয়ানক ঘটনার পরেও কেন চুপ করে আছেন নরেন্দ্র মোদী? এমন নিন্দনীয় ও জঘন্য অপরাধের পরেও কেন কোনও প্রতিক্রিয়া দিচ্ছেন না তিনি? সারা দেশ প্রধানমন্ত্রীর মতামত জানার অপেক্ষায়।

অবশেষে মৌনতা ভেঙে মুখ খুললেন নমো৷ শুক্রবার মোদী জানান, দোষীদের কোনওরকম ভাবেই ক্ষমা করা হবে না। পাশাপাশি তিনি আরও জানান, যে ঘটনার কথা গত দু’দিন ধরে গোটা দেশে আলোড়ন তুলেছে। তা কখনও কোনও সভ্য সমাজে ঘটতে পারে না৷ দেশ হিসেবে, সমাজ হিসেবে এই ঘটনা খুবই লজ্জাজনক। আমি গোটা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই। এই ঘটনার সঙ্গে জড়িত মানুষগুলোকে কোনওমতেই ক্ষমা করা হবে না। আমার দেশের মেয়েরা ন্যায় অবশ্যই পাবে।

অন্যদিকে, এদিন প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান নিয়েই প্রশ্ন তুলেছেন কাঠুয়ায় নিহত মেয়েটির বাবা। তাঁর অভিযোগ, মেয়ের খুনিদের সমর্থনে নেমেছেন রাজ্যে বিজেপির দুই মন্ত্রী। এছাড়া, গোটা পরিবারকেই শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আর যার জেরে পরিবারটি ইতিমধ্যেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছে বলে অভিযোগ তুলেছেন ছোট্ট আসিফার বাবা।

প্রসঙ্গত, কাঠুয়া গ্ণধর্ষণ কাণ্ডে জড়িত অভিযুক্তদের সমর্থন জানানোয় জম্মু ও কাশ্মীরের দুই বিজেপি নেতা তথা মন্ত্রী চন্দ্র প্রকাশ গঙ্গা ও লাল সিং শুক্রবার মেহবুবা মুফতির মন্ত্রীসভা থেকে ইস্তাফাও দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*