শুক্রবার ঘোষিত হল চলচ্চিত্রের জন্য ৫৬তম জাতীয় পুরস্কারের তালিকা। এদিন খ্যাতনামা শিল্পী বিনোদ খান্নাকে ভূষিত করা হল দাদা সাহেব ফালকে খেতাবে। গতবছরের এপ্রিল মাসে, ৭০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিনোদ খান্না। ব্লাডার ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এদিকে জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রীর সম্মান পেলেন শ্রীদেবী। মম সিনেমাতে অসামান্য অভিনয়ের জন্যই এই সম্মান পেলেন শ্রীদেবী।
এক নজরে দেখে নেওয়া যাক কে কোন বিভাগে পুরস্কার জিতলেন-
- সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে অসমীয়া ছবি ভিলেজ রক স্টার।
- সেরা হিন্দি ছবি নিউটন।
- সেরা বাংলা ছবি ময়ূরাক্ষী।
- সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ঋদ্ধি সেন (নগর কীর্তন)।
- স্পেশ্যাল জুড়ি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে বাংলা ছবি ‘নগর কীর্তন’।
- এছাড়াও নগর কীর্তন-এর জন্য সেরা মেক আপ আর্টিস্টের পুরস্কার জিতেছেন রাম রাজাক।
- সেরা অ্যাকশনধর্মী ছবি নির্বাচিত হয়েছে বাহুবলী ২। সেরা তেলুগু ছবি ও স্পেশাল এফেক্ট পুরস্কারও পেয়েছে ছবিটি।
- সেরা কোরিওগ্রাফির জন্য পুরস্কৃত হয়েছেন গণেশ আচারিয়া (টয়লেট এক প্রেম কথা ছবির জন্য)।
- সেরা পরিচালক জয়রাজ, মালায়ালম সিনেমা ‘ভয়ানকম’-এর জন্য পুরস্কার পেয়েছেন তিনি।
- সেরা ফিচার ফিল্ম ‘ভিলেজ রকস্টার’ (আসামিজ)।
- সেরা চিত্র সমালোচক হিসেবে পুরস্কার জিতেছেন গিরিধার ঝা।
- সেরা রিজিওনাল ফিল্ম ‘লাদাখ’।
- সেরা মারাঠি ছবি ‘কাচ্চা নিম্বু’।
- সেরা মালায়ালম ছবি ‘থন্ডিমুথালুম দৃকসাক্ষীয়ুম’।
- সেরা আসামিজ ফিল্ম ‘ইসু’।
- সেরা তামিল ছবি হিসাবে নির্বাচিত হয়েছে ‘টু লেট’।
- সেরা তেলেগু ছবি ‘গাজি’।
- সেরা কানাডা ছবি ‘হেব্বেতু রামাক্কা’।
- মম ছবির আবহ সুরের জন্য পুরস্কৃত হয়েছেন এ আর রহমান।
- সেরা প্রোডাকশন ডিজাইনারের সম্মান পেয়েছেন সন্তোষ রাজন (মালায়ালম)।
- সেরা প্লে ব্যাক গায়িকার সম্মান পেয়েছেন সাশা তিরুপতি।
- সেরা প্লেব্যাক গায়ক ইয়েসুদাস।
- সেরা সহযোগী অভিনেত্রী দিভ্যিয়া দত্ত ( হিন্দি সিনেমা ‘ইরাদা’-এর জন্য পুরস্কার পেয়েছেন তিনি)।
- সেরা সহযোগী অভিনেতা ফাহাদ ফাসিল।
- সামাজিক ঘটনার উপর সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘আলোরুক’।
- জাতীয় সংহতির উপর সেরা সিনেমার পুরস্কার পেয়েছে মারাঠি ছবি ‘ধাপ্পা’।
এছাড়াও মারাঠি ছবি ‘মুরাখিয়া’, ওড়িয়া ছবি ‘হ্যালো আরসি’, মালায়ালম ছবি ‘টেক অফ’ এবং হিন্দি সিনেমা ‘নিউটন’-এর জন্য পঙ্কজ ত্রিপাঠী ও মালায়ালম অভিনেত্রী পার্বতী বিশেষ উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন।
Be the first to comment