গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে প্রতিদিনের মত আজও ভারতের থলিতে সোনা এসেছে। শুক্রবার রাইফেল শুটিংয়ে তেজস্বিনী সাওয়ান্ত, অঞ্জুম মৌদগিল সহ ১৫ বছরের অনীশ ভানওয়াল দাপট দেখিয়েছে। শনিবারের সকালে ভারতের এক নম্বর মহিলা বক্সার মেরি কমও সোনা জিতলেন। কমনওয়েলথ গেমসে ৪৮ কেজির বিভাগে সোনা জিতলেন মণিপুরের মেয়ে। মেরি কমের সোনার পদক জয়ের সঙ্গেই ভারতের ঝুলিতে যোগ হল মোট ১৮টি স্বর্ণপদক। ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের ক্রিস্টিনা ও’হারাকে হারিয়ে (৫-০) প্রথম স্থান অধিকার করেছেন তিনি। মেরি কম প্রমাণ করলেন ৩৫ বছরের বয়সেও তিনি ১০০ শতাংশ ফিট।
Be the first to comment