রফিকুল জামাদার (রিপোর্টার) –
অবিলম্বে তাদের কাজ ফিরিয়ে দিতে হবে। ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা দিতে হবে। এই দাবি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভে বসলেন ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির অধীনে থাকা শিক্ষক-শিক্ষিকারা।ওয়েস্টবেঙ্গল স্কুল কম্পিউটার টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এই বিক্ষোভ চলছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতির মোকাবিলায় রয়েছে পুলিশ মোতায়েন।
উল্লেখ্য, প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে কম্পিউটার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তবে তাদের ৩১ মার্চ কর্মচ্যুত হওযার নোটিশ দেওয়া হয়। ৫ হাজার টাকা করে ভাতা পেতেন এই শিক্ষক-শিক্ষিকারা।
Be the first to comment