দেবদূত ঘোষ- (অভিনেতা)
পয়লা বৈশাখের দিনটা সিরিয়ালের শুটিং করতে করতেই কেটে যাবে। জনপ্রিয় একটি সিরিয়ালের কাজ চলছে। ফলে সেখান থেকে বেরনোর উপায় নেই। ছোটবেলায় দিনটা আনন্দ করে কাটত। বাবা ছিলেন একজন রাজনৈতিক কর্মী। বিভিন্ন দোকানে তাঁর নেমন্তন্ন হত। আমিও যেতাম সঙ্গে। দুপুরে জমিয়ে মাংসভাত খেয়ে যেতাম নাটকের রিহার্সালে। কবিগুরুর নাটক। পয়লা বৈশাখের দিনই শুরু হত পঁচিশে বৈশাখের প্রস্তুতি। রিহার্সালের আগে একটু ভয় ভয় করতো। অন্য কারণে নয়। ভাবতাম, নাটকের নায়িকার আমার অভিনয় তো? কী সব দিন কাটিয়েছি একসময়। আজ নিজের জন্য একমুহূর্ত সময় নেই।
রিপোর্টার- (অংশুমান চক্রবর্তী)
Be the first to comment